অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর পাওয়া প্রথম বেতনের পুরোটাই প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান।
ফেসবুক পোস্টে ব্যাংক একাউন্টের এসএমএস নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি। যাতে দেখা যায়, ১ লাখ ৫ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব।’
বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে উল্লেখ করে তরুণ এই উপদেষ্টা লিখেছেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।
এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আসিফ মাহমুদের প্রশংসা করছেন। বেশিরভাগই বলেছেন, এমন লোকদের হাতেই দেশ নিরাপদে থাকবে। তারা ক্ষমতায় থাকলে দেশ উন্নত হতে সময় লাগবে না।
মেহেদী হাসান নামে একজন ফেসবুকে লিখেছেন, প্রশংসা না করার উপায় নেই এই উপদেষ্টার। নীরেট দেশপ্রেমিক আসিফ মাহমুদ ভাই। দোয়া করি প্রিয় ভাইকে মহান আল্লাহ যেন সব সময় হেফাজত করেন।
মনসুরুল আলম নামে একজন ফেসবুকে লিখেছেন, আপনার এই ভালো কাজের প্রতিদান আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু কিছু পাবলিক আপনার এই কাজটিকেও রহস্যময় করে তুলবেন, তবুও এগিয়ে যান।
মুহাম্মাদ সাইদুর রহমান নামে একজন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ! কথায় কাজে মিল রেখেছেন তিনি। আসিফ মাহমুদদের মতো সৎ ব্যক্তিদের হাতেই বাংলাদেশ নিরাপদে থাকবে। আল্লাহ তায়ালা কবুল করুন, আমিন।
নিউ ওয়াল্ড নামে একজন ফেসবুকে লিখেছেন, আসিফ মাহমুদের কাছে রাজনীতিবিদ, নেতা ও কর্মীদের জন্য এখানে শিক্ষা রয়েছে। ক্ষমতা টাকা উপার্জনের মুখ্য বিষয় নয় বরং ক্ষমতা হলো জনসেবা।